Books
ভালোবাসার শব্দ খুঁজে ফেরার
₹ 150

প্রতিদিন তোমার সঙ্গে আমার দেখা হয়
আর প্রতিদিনই পাল্টে যায় প্রেম
যেভাবে ‘প্রেম’ ও ‘ভালবাসা’ বদলে নেয় আমাকে,
আমাদের, আমরা যারা প্রেম,
ভালোবাসা,
ঘৃণা,
মৃত্যুর
কুশীলব,

প্রতিদিনই শব্দেরা খুঁজে চলে মানুষের
অবসাদ, বিস্রস্ত মন, পাখাহীনের উড়ন্ত পালক
শব্দেরা বাক্যের কাছে নতজানু থেকেও
তাদের পায়ে এখনো কড়া পড়েনি, এমন আশ্চর্য,
যদিও কোনো কোনো শব্দের কাছে আমি স্তবককেও শূন্য হতে দেখেছি,
যেভাবে পাহাড় থেকে শূন্য হয়ে নদী সাগরে যায়,
অথচ, পাহাড় বা সাগর, সঙ্গমের সময় কোনোদিন
অপমান ধুয়ে চলা নদীটাকে মনে রাখেনি,

প্রতিদিন শব্দরা আমাদের বদলে দেয়,
নির্বিকল্প জ্যোৎস্নার বিবর্ণ সমাধি যেন,
খোলা ঠোঁটের ভিতর থেকে, পাহাড়ের খাদ বেয়ে,
আঙুলের নখের তাপহীন অবকাশে, অপেক্ষা
আরো কত অপেক্ষার পর
মানুষেরও ঢের আগে, যখন এই সব পাহাড় সমুদ্র নদীকে
বশে রেখে শব্দেরা স্নানে যেত
সেরকম গোধূলির অসহায় তাকিয়ে থাকায়, মানুষের সাধ্য কি
তার হাতে হাত রেখে ভালোবাসার শব্দ খুঁজে ফেরার?

Available at:  

Dhyanbindu | Itikatha | Boighar | Mandas | Platform

In the Media