Books
Kichhuta Sindur, bakiTa Golap
₹ 99

কোপাইয়ের ধারে গিয়ে বসলে
মাঝে মাঝে আলতো জল
ছুঁয়ে যাওয়া গোড়ালিতে
বড্ড বেশি কষ্ট জমতে থাকে
নদী এগিয়ে আসে, কথা বলে,
জেনে নিতে চায় পাশে বসে
‘কি কারণ তাহার শোকে’ –
আমি ম্লান হাসি মুছে ফেলা আলোয়
মিশে যেতে থাকি –
কি করে বোঝাব তোমায়, ফেলে আসা
ঘর এখন-ও মায়ের গন্ধ হয়ে আছে ।।

Available at: